Bangla Love Sms & Lyrics. 

Bangla Love Sms, Bangla sms, bangla love sms, bengali shayari, bangla shayari. Dear friends, here you will get huge bangla sms and kobita about love, friendship, romantic, happy birthday, happy new year, good night, shuvo ratri, good morning, shuvo sokal and many more with awesome pictures or images. ফুলের ছবি,   জন্মদিনের শুভেচ্ছা.


Bangla Love Sms All Menu:
Bangla love sms জন্মদিনের শুভেচ্ছা
Love sad kotha
Bangla Eid Wishing SMS হাসির এসএম
Bangla funny sms status বাংলা কষ্টের এসএমএস
bangla sad smsভালোবাসার ছন্দ 
Love attitude status Banglaদুঃখের কবিতা বাংলা
Bangla sad sms for girlfriendজন্মদিনের কবিতা  
কদম ফুলের ছবি
রোমান্টিক কষ্টের কবিতা

ভালোবাসার ছন্দ.


 

জীবনটা ধর সাগর, আর হৃদয় তার তীর।

বন্ধু হলো সাগরের ঢেউ।

তোমার সাগরে অনেক

ঢেউ থাকতে পারে

তবে ব্যাপার হল সবগুলো

ঢেউ কি তীর স্পর্শ করতে পারে?♥ ♥ ♥ ♥


তুমি আছ বলে মন ফুরফুরে,

সঙ্গে চিপস কুরকুরে।

তুমি হাসো বলে বৃষ্টি রিমঝিম,

কখনো পেপসি,

কখনো আইসক্রিম।

তুমি বন্ধু বলে এত পাগলামি,

বন্ধু তুমি বড়ই হারামি।।♥ ♥ ♥ ♥


তোর জন্য আনতে পারি

আকাশ থেকে তারা,

তুই বললে বাচতে পারি

অক্সিজেন ছাড়া।

পৃথিবী থেকে লুটাতে পারি

বন্ধু তোরি পায়,

এবার তুই বল,

এভাবে আর কত মিথ্যা বলা যায়!!!


 তোমার বুকে নীলের আভা তুমিই মেঘবতী।

ইচ্ছে করে তোমায় ছুঁতে আকাশ হতাম যদি…♥ ♥ ♥ ♥


Sms করা ভুলে গেছ বুঝি?

মিথ্যেই শুধু inbox খুঁজি।

তখন কী রাগ হয় জানো?

আকাশকে বলি বাজ হানো।

কলমের কি শুকিয়েছে কালি?

নাকি ভাষার ভাড়ার ঘর খালি?

তাহলে লেখ না কেন শুনি?

জানো না কী করে দিন গুনি।♥ ♥ ♥ ♥


 মাটির কোনায় কোনায় জলের

বসবাস পাতার ফোকড়ে ফোকড়ে

পাখির বসবাস নদীর কুলে কুলে

নৌকার বসবাস পাহাড়ের মাঝে ঝরনার বসবাস

অগনিত তারার মাঝে চাঁদের বসবাস

মানুষের দেহের মাঝে আত্মার বসবাস

আমার মনের মাঝে তোমার বসবাস♥ ♥ ♥ ♥


 যদি উপকার করতে না পার

তাহলে ক্ষতি করো না,

যদি ভালবাসতে না পার

তাহলে প্রতারনা করো না,

যদি মন দিতে না পার

তাহলে মন ভেঙ্গনা। ♥ ♥ ♥ ♥


মানে বন্ধু সজন পর করা ভালবাসা

মানে বিনা বজ্রে ঝড় তোলা ♥ ♥ ♥


যখন নিঝুম রাতে…..

সব কিছু চুপ…..

নিস্প্রাণ নগরিতে……

ঝিঝিরাও ঘুম…..

আমি চাঁদের আলো হয়ে…. …

তোমার কালো ঘরে…..

জেগে রই সারা নিশি…….

হুমম…এতোটা…

ভালোবাসি……

এতোটা…ভালোবাসি.♥ ♥ ♥ ♥ ….


চোখে আছে কাজল কানে আছে দুল,

ঠোট যেন রক্তে রাঙা ফুল,চোখ

একটু ছোট মুখে মিষ্টি হাসি,

এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি। ♥ ♥


Kamon aso status.


কাজল কালো আঁখি তোমার, চাঁদের মতো মুখ,

না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ,

যেখানে আছো যেভাবে আছো ভালো থেকো

মন চাইলে খবর নিও কেমন আছি আমি।


জীবন মরন তোমার নামে দেব আমি লিখে ,

মিষ্টি করে বন্ধু তুমি তাকাও আমার দিকে।

তোমার মনের সব খবর রাখতে চাই আমি ,

সব শেষে বল বন্ধু কেমন আছ তুমি ?


কবে কি বলেছি আমি নেই মনে নেই

সেই ভুল টুকু নিয়ে ভুল বোঝা এই,

না হয় এবার তুমি ভুল করে এসে

সেই ভুল ভেঙে দাও।।


তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমায়

এখানে ওখানে কত খুঁজেছি

তোমায় সংগী বিহীন আমি ক্লান্ত কত

যে আজ খবর কি পাও।।


রাতের বেলা খোলা আকাশ মনটা হলো একটু উদাস,

তারার সাথে দূর আলাপন আকাশটা

এখন তুষার প্লাবন আমি আছি যেমন,

তেমন বন্ধু তোমরা আছো কেমন?


বন্ধু জানি না তুমি কেমন আছো

দিনগুলো কিভাবে কাটাও

শুধু একবার এসে বলে যাও

বন্ধু…আমি তোমার পাশেই আছি।।


আমি অভিমান করি ,,

তুমি আমার কষ্ট বুঝবে বলে।

আমি দূরে থাকি ,,

তুমি আমাকে মিস করবে বলে।

অল্প তে রাগ করি ,,

রাগ ভাঙ্গাবে বলে।

তাই বলে ভুলে যাবে নাকি ……?


গাছে গাছে ফুলের মেলা,

তোমায় খুজি সারা বেলা. কোথায় তুমি?

কেমন আছ? আমায় কি ভূলে গেছ?

ভূলে কেন যাবে আমায়,

আমি যে ভুলিনী তোমায়… 


এত সহজেই ভুলে গেলে আমায়?

হারিয়ে গেলে এক নিমেষে দুর অজানায়…

মনে কি পড়েনা আমায়?

কিন্তু আজও মিস করি তোমায় …


প্রতিটা দিন প্রতিটা রাত কষ্টে কাটাই আমি,

তবুও মন জানতে চায় কেমন আছো তুমি?

তুমি তো ভালোই আছো ভুলে গিয়ে সব,

ভালো থাকতে পারিনা আমি,

স্মৃতি গুলো মনে হলে থাকি নীরব।।


আকাশ বলে তুমি নীল।

বাতাস বলে তুমি বিল।

নদী বলে তুমি সিমা হিন।

চাঁদবলে তুমি সুন্দর।

ঘাস বলে তুমি সবুজ।

ফুলবলে তুমি অবুজ।

কিন্তু আমি বলি,

“তুমি কেমন আছো ?”


পাখির ঠোটে চিঠি দিলাম তুমি খুলে পড়,

স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধর।

রাত জাগা পাখির মত জেগে আছি আমি,

মনটা আমার জানতে চায় কেমন আছ তুমি ?


আছি বসে একা একা…

পরছে মনে তোমার কথা…

তোমার কথা ভাবতে গিয়ে

জল ঝরছে দু চোখে বেয়ে…

বন্ধু তুমি কেমন আছো জানাও প্লিজ।। .