If you find miss korar koster sms miss korar sms english miss korar sms pic ভালোবাসার মিস করার sms miss korar koster sms visit our website and copy your requerment sand your sms.
একটা দারুন স্বপ্ন ছিলো,
শুরু হয়েই ভেঙ্গে গেলো ।
একটা আশার প্রদীপ ছিলো,
জ্বালাতে গিয়ে নিভে গেলো ।
এই পৃথিবীতে আমার একটাই প্রিয় মানুষ ছিলো,
কাছে এসেই সে অনেক দূরে হারিয়ে গেলো।।
তোমার চারপাশে এমন অনেকে থাকবে
যাদের সাথে তোমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে,
কিন্তু মনে রেখো সবাইকে ভালোবাসা যায় না,
আর যাকে ভালোবাসা যায়,
তাকে কখনই ভুলে থাকা যায় না…
Miss you….💕
যার উপর সবচেয়ে বেশী অভিমান হয়,
মনের গভীরে তার জন্যই ভালোবাসাটাও সবচেয়ে বেশি সঞ্চিত থাকে।।
Miss you….
গোলাপ কে ছিড়তে গেলে কাঁটা লাগে হাতে, মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে বুকে, তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই সাথি তোমাকে। I miss you….
Read More : : Logitech G203 Software Download
কিছু মানুষ ভালোবাসে
কিছু মানুষ স্বপ্ন বাঁধে।
কিছু মানুষ আঁধার রাতে
চাঁদের সাথে কথা বলে।
কিছু মানুষ দুঃখ পোষে
কিছু মানুষ কষ্ট খোঁজে।
কিছু মানুষ জ্যোৎস্না রাতে
একাকী হয়ে চোখের জল ফেলে।।
Miss you…
Table of Contents
miss korar status english.
জ্যোৎস্না রাতে একা বসে
তোমার কথা ভাবি।
এই হৃদয়ের আঙ্গিনাতে
তোমার ছবি আঁকি।
বিরহতে ভালবাসা, অশান্তিতে মন
তাই দিবানিশি তোমার কথা ভাবি সারাক্ষণ।।
মিস ইউ…
কত যে তোমাকে বেসেছি ভাল সে কথা তুমি যদি জানতে,এই হ্নিদয় চিরে যদি দেখানো যেতো সে কথা তুমি কি মানতে। ভালোবেসেছি তোমায় যতো আজ মনে ঠিক ততোই ক্ষত,ভালোবেসে ছিলাম একটু ভালো থাকবো বলে,আজ দেখি ভালোবেসে ভালো থাকা গিয়েছি ভুলে,কি হবার ছিল আর কি হয়ে গেল,ভালোবেসে মন কি বা পেল”I am waiting for u…
আমি সেই পাখি যার বাসা নেই।
আমি সেই আকাশ যার বুকে চাঁদ নেই,
আমি সেই সাগর যার তীরে জল নেই।
আমাকে তুমি যা কিছু বলবে সব কিছু শুনব,
যত আঘাত কর নিরবে সইব,
কিন্তু plz তোমাকে ভুলে থাকতে বোলনা ।
তোমাকে ভুলে থাকা আমার পক্ষে সম্ভব না ।।
Miss U Sona….
যাকে ভুলে থাকার জন্যে চেষ্টা করা হয়, তার কথাটিই বেশি বেশি মনে পরে ।
এখনো মাঝে মাঝে মধ্যরাতে হঠাৎ করে ঘুম ভেঙ্গে যায়। মনে হয় এই বুঝি তোমার নাম্বার টা আমার মোবাইলে ভেসে উঠলো ক্রিং ক্রিং আওয়াজ করে। তাকিয়ে দেখি মোবাইল টা নিশ্চিন্তে তোমার মতো করেই ঘুমাচ্ছে। তখন তোমাকে খুব মিস করি।
I missকারো সাথে অভিমান করে থাকা যায় কিন্তু দূরে থেকে তাকে মিস করা থেকে বিরত থাকা যায় না।
I miss u… u…
যখন কেউ দূরে থেকে তোমার জন্য কাঁদবে তখন তুমি বুঝবে যে সে তোমাকেযখন কেউ দূরে থেকে তোমার জন্য কাঁদবে তখন তুমি বুঝবে যে সে তোমাকে অনেক মিস করে কারণ কাউকে মিস করার পূর্বলক্ষন হলো চোখের জল। অনেক মিস করে কারণ কাউকে মিস করার পূর্বলক্ষন হলো চোখের জল।
যখনই নীল শাড়ি দেখি আর ঠিক তক্ষুনি তোমার কথা মনে পড়ে জানি না কেন আমি আজো তোমায় ভালোবাসি,আমি তোমাকে অনেক মিস করি তুমি কি আমাকে একটুও মিস করো না?
miss করার sms.
টিপ টিপ বৃষ্টি পড়ছে অঝোরে…
আজ সারা দিন ধরে…
বিসন্ন ভাবনায় কাটে না সময়…
তাকে শুধু মনে পরে।।
একা একা সারাক্ষণ পথ চেয়ে থাকি,
কল্পনাতে শুধু তারি ছবি আঁকি,
বর্ষার কাব্য লাগেনা যে ভালো…
কখনো জানতে চাওনি কেমন আছি,
দুরে থাকি বলে ভাবছ ভুলেই গেছি,
ভাবছ আমি অন্য কাওকে নিয়ে ভাবি,
সবি যদি বোঝ তাহলে কেন বোঝনা
আমি তোমায় কতটা মিস করি।।
ফুল তো বাগানের তবে হাতে কেনো?
চাঁদ তো আকাশের তবে জলে কেনো?
জল তো সাগরের ,তবে চোখে কেনো?
মন তো আমার, তবে বার বার তোমাকে মনে পরে কেনো ?
miss করার স্ট্যাটাস.
তুমি কি অনুভব করতে পারো
আমার হৃদয় ভাঙ্গার বেদনা?
তুমি কি শুনতে পাও আমার সপ্ন ভাঙ্গার কান্না?
যদি তুমি আমাকে বুঝতে তবে
আমাকে একা ফেলে চলে যেতে না..
I Miss U…….
সাঁজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে,
তুমি কি রাগ করেছো গোলাপ দিইনি বলে,
তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি,
তাইতো তোমায় সব সময় মিস করি আমি।।
অনেক miss করছি, মন পাখি তোরে ..কোথায় আছিস কেমন আছিস, আমার চোখের আড়ালে …শুনতে ইচ্ছে করে তোর মিষ্টি সুর, বলনা পাখি তুই কোথায় আছিস কতো দূর ?
আকাশ বলে তুমি নীল। বাতাস বলে তুমি বিল।নদী বলে তুমি সীমাহীন । চাঁদ বলে তুমি সুন্দর। ঘাস বলে তুমি সবুজ। ফুল বলে তুমি অবুজ। কিন্তু আমি বলি,“তুমি কেমন আছ?”
miss korar sms english
আজ হারিয়েছি , কাল খুঁজবো,, আজ পাইনি, কাল পাবো,, আজ হেরেছি, কাল জিতবো। আমি আবার ফিরে আসবো, ঠিক তোমার মনের মত হয়ে।
একটু খানি শোন,
একটু আমায় জানো..
একটু খবর নিয়ো,,
একটু যখন একা,
একটু দিয়ো দেখা,,
একটু নিয়ো খোঁজ,
sms দিয়ো রোজ।।
একদিন আমি আমার পথে হাঁটছিলাম .. হঠাৎ তুমি এলে .. আর হাত ধরে, অচেনা পথে নিয়ে গেলে ..তোমায় বিশ্বাস করেছিলাম, কিন্তু জানতাম না !! মাঝ পথে একা ফেলে চলে যাবে…
কেমন আছো তুমি ? খুব জানতে ইচ্ছে করছে । এখনো কি রাত জাগো ? মনে কি পড়ে দুজনার রাত ভর দুষ্টুমি ? অকারনেই অভিমানী সেই ঝগড়া, কখনো হাঁসি, কখনো কান্না ? নাকি ভুলে গেছো এই পাগল টাকে ? স্মৃতি গুলো কে আবর্জনার মতোই ফেলে দিয়েছো নর্দমায় ? আমি কিন্তু পারিনি ! খুব জানতে ইচ্ছে করছে তুমি কি দ্রুতই ভুলে গেছো ? আমি যতো বেশি মিস করি তোমাকে
এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখন ও তোমার সেই আসন! আমার হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি, লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায় খুঁজি….. ___আই মিস্ ইউ।
khub miss korar sms
তুমি চলে যেতে পারবে,কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা,স্মৃতি গুলোকে নিয়ে যেতে পারবে না॥ হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে,কিন্তু আমার ভালোবাসাকে কোনদিন ও ভুলতে পারবে না। প্রতিটি মূহুর্ত তোমাকে স্মরণ করিয়ে দেবে, নিরবে চোখের জল ফেলতে হবে, আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য।।
তোমার হারানো স্মৃতি আমাকে এখনো কাঁদায়, কেন চলে গেলে আমাকে ছেড়ে, তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাকে ভুলতে পারি নাই… I miss u..
মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে জল এসে পড়ে … এতটা miss করি তোমাকে … আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে ,, তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি…. I miss U
মানুষের জীবনে চাওয়ার শেষ নেই স্বপ্নের সমাপ্তি নেই আকুলতার অন্তি নেই আমার চাওয়া তুমি স্বপ্ন তুমি আমার সব আকুলতা শুধু তোমার মাঝে আমার জীবন শুধু তোমাকে ঘিরে॥
valobasar miss korar sms
একা নিঃসঙ্গ মন পথ চেয়ে থাকে কল্পনাতে শুধু তারি ছবি আঁকে বর্ষার কাব্য লাগেনা যে ভালো তাকে শুধু মনে পড়ে।
এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখন ও তোমার সেই আসন আমার হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি, লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায় খুঁজি….. I miss you
যে মানুষটি মনের দিক দিয়ে অনেক ভালো। তার কপাল টাই সবচেয়ে খারাপ.. কারন তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে।
প্রতিক্ষণে পড়ে মনে তোমার কথা, তোমার জন্য আমার এতো ব্যাকুলতা। হারিয়ে যাই ভাবনার সাগরে তোমায় ভেবে। মনের ঘরে স্বপ্ন সাজাই তোমায় নিয়ে। কেনো থাকো আমায় ছেঁড়ে দূরে দূরে, আমিতো পারিনা এক মুহূর্ত থাকতে তোমায় ভুলে। তুমি হীনা নিঃশ্ব লাগে নিজেকে। শুন্যতা আসে নেমে এই হৃদয় জুড়ে।
Amader ai sms jodi apner valo laga toba absi comment jora jana ben jata kora amra aro valo koeta pare
Read more :
1.জন্মদিনের শুভেচ্ছা.
2.bangla caption.
3.শুভ সকাল.
4.status bangla.